সংরক্ষিত আসনে লিপি বাদ, লাভলী যুক্ত    


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৯, ০৮:৫১ এএম
সংরক্ষিত আসনে লিপি বাদ, লাভলী যুক্ত    

ঢাকা: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন খুলনার শিরিনা নাহার লিপি।

তার পরিবর্তে টাঙ্গাইল থেকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমতা হেনা লাভলীকে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সংরক্ষিত নারী আসনে ৪১ জনকে মনোনয়নের সিদ্ধান্ত হয়।

এদের মধ্যে ছিলেন যুব মহিলা লীগের সহসভাপতি লিপি। শনিবার দুই প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

সোমবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করা যে তালিকা প্রকাশ করা হয়, তাতে শিরিনা নাহার লিপির নামের পরিবর্তে মমতা হেনা লাভলীর নাম যুক্ত হয়।

এই একটি পরিবর্তন ছাড়া আগের তালিকায় স্থান পাওয়া বাকি সবাই আওয়ামী লীগের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেয়েছেন।

গো নিউজ২৪/এমআর  

রাজনীতি বিভাগের আরো খবর